সারা বিশ্ব জুড়ে প্রবল আকারে ছড়িয়ে পড়েছে ক'রো'না ভা'ইরাস।
এই ভাইরাসের কারণে করোনা আক্রন্ত অনেক দেশ অনেক কিছু করে বিশ্বর বুকে নাম করে নিতে চাচ্ছে। এদিকে বাংলাদেশ ও বিশ্বে পরিচিত লাভের আশায় বসে নেই তারাও বাংলাদেশকে ডুবায় দিতে থুক্ক বাংলাদেশকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিতে অনেক কিছু করছেন, যেমন কেউ ত্রান এর জাবতীয় জিনিস পত্র সহ চাল, ডাল চুরি করে তারা তাদের নিজেদের ঝুলা ভরছে।
এই করোনার প্রভাবে সারা দেশে দোকান পাট বন্ধ হওয়ায়, ওদিকে আমাদের পার্শবর্তী দেশ নোয়াখালীর সামাদ মিয়া নামে এক দোকানদার এটিএম বুথের বিড়ির ম্যাশিন আবিস্কার করে বিশ্বকে তাগ লাগিয়ে দিয়েছে। তার এ বিড়ি এটিএম বুথ পেয়ে আনন্দের জোয়ারে ভাসছে দেশের বিড়িখোর বাসী। এ বিড়ি এটিএম বুথ থেকে আবুল মিয়া নামে এক বিড়িখোরের কাছে বিড়ি সংগ্রহ করার সুবিধা জানতে চাইলে তিনি জানান এ বিড়ি এটিএম বুথে হাতের মাপে একখান পুডা থাকে সেই পুডায় টাকা দিয়ে হাত ভরে দিলে পকাত করে বিড়ি বেরিয়ে আসে। তার এ সুবিধার কথা শুনে সারা দেশের বিড়িখোর বাশি তাদের এলাকায় এ বিড়ি এটিএম বুথ স্থাপনের জন্য বিনিত ভাবে আগ্রহ প্রকাশ করছে।